• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ সেপ্টেম্বর ২০১৬, ১১:৩৪

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দু’জন।

শুক্রবার ভোরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের বুড়িরহাট সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত বাংলাদেশির নাম মহিবুর রহমান (৩৮)। তিনি মালগাড়া গ্রামের নজু প্রামাণিকের ছেলে। আহতদের পরিচয় পাওয়া যায়নি।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, ভোরে সীমান্তের ৯১৫ নম্বর আন্তর্জাতিক মেইন পিলারের ৮ নম্বর সাব-পিলারের কাছ থেকে গরু আনার সময় গুলি ছোড়ে সাতভাণ্ডারিয়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা। এসময় একজন নিহত ও দু’জন আহত হন।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক বজলুর রহমান হায়াতী বলেন, এ হত্যার প্রতিবাদসহ পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি দেয়া হয়েছে।



আরএইচ/

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh