• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

পুলিশ বক্সের পাশেই মাদকের আস্তানা (ভিডিও)

মুক্তা মাহমুদ

  ১৪ জুলাই ২০১৭, ১৫:৩১

ছিনতাইসহ নানা ধরনের অপরাধের আখড়ায় পরিণত হয়েছে রাজধানীর মাদকের আস্তানাগুলো। পুলিশ বক্সের পাশেই চলছে এসব অপকর্ম। আইনের লোকদের সঙ্গে যোগসাজশ রেখেই এসব অপকর্ম হয় বলে অভিযোগ রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ আই মাহবুব উদ্দিন আহমেদ জানিয়েছেন, রাজনৈতিক ছত্রছায়া ও বাণিজ্যিক মুনাফা এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। এর ফলে এটি ক্রমাগত বেড়ে যাচ্ছে এবং বাড়বেই।

জাতীয় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ বোর্ডের সদস্য অধ্যাপক অরুপ রতন চৌধুরী বলেন, যারা প্রকাশ্যে বসে মাদক গ্রহণ করে তাদের যদি হাতেনাতে ধরা যায়, তাহলে তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান জানান, যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের একটা তালিকা আমাদের কাছে থাকে। ধারাবাহিকভাবে আমরা এ তালিকা আপডেট করতে থাকি।

তিনি জানান, যারা জেলে আছে তাদের এবং যারা বাইরে আছে তাদেরও পর্যবেক্ষণ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচারকাজ সম্পাদন করে থাকি। পাশাপাশি মামলা করে থাকি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অসৎ সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি উল্লেখ করেছেন।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh