| ০৩ জুলাই ২০১৭, ০৮:৫৮ | আপডেট : ০৩ জুলাই ২০১৭, ১৩:২৭
রাজধানীর উত্তরায় পাশাপাশি ২টি ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ৪ নম্বর সেক্টরে সি-শেল ও একুশে রেস্তোরাঁয় সোমবার ভোর ৫টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট প্রায় ৫ ঘণ্টার চেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ভবনটির ম্যানেজার জানান, রাতে রেস্তোরাঁয় তাদের দু’জন কর্মী ছিলেন। তারা সামান্য আহত হয়েছেন। রেস্তোরাঁ বন্ধ থাকায় হতাহতের কোনো আশঙ্কা নেই বলে তার ধারণা।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ডিউটি অফিসার মিজানুর রহমান জানান, সেখানে পাশের ভবনের নিচ থেকে তৃতীয় তলা পর্যন্ত সি-শেল রেস্তোরাঁ ও ভবনের উত্তর পাশে আইসিবি ইসলামিক ব্যাংক এবং দক্ষিণ পাশে স্ট্যান্ডার্ড ব্যাংকের বাণিজ্যিক শাখা ছিল। তবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
এমসি/এসএস