• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

হাওরে বাঁধ নির্মাণে দুর্নীতি : ৬১ জনের বিরুদ্ধে মামলা (ভিডিও)

অনলাইন ডেস্ক
  ০২ জুলাই ২০১৭, ১৯:২৯

হাওরে বাঁধ নির্মাণে দুর্নীতি, অনিয়ম ও কর্তব্যে অবহেলার অভিযোগে সিলেট-সুনামগঞ্জ অঞ্চলে পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদারসহ মোট ৬১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

রোববার বিকেলে দুদক কার্যালয়ে কমিশন সচিব আবু মোহাম্মদ মোস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি আরো বলেন, পানি উন্নয়ন বোর্ডের সুনামগঞ্জ শাখার বরখাস্ত নির্বাহী প্রকৌশলী আফসার উদ্দীনসহ দু’জনকে এরই মধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। অপর জন হচ্ছেন স্থানীয় ঠিকাদার বাচ্চু মিয়া।

দুদকের সহকারী পরিচালক ফারুক আহমেদ রোববার সুনামগঞ্জ সদর থানায় যে মামলা করেন, তার ভিত্তিতেই এই গ্রেপ্তার অভিযান চালানো হয়।

গেলো এপ্রিলে পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে ফসলরক্ষা বাঁধ ভেঙে তলিয়ে যায় সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনার হাওর অঞ্চলের বোরো ধান।

এতে ফসলরক্ষা বাঁধ নির্মাণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠে।

হাওরের বাঁধ নির্মাণে অনিয়মের তদন্তে ১৩ এপ্রিল দুদক পরিচালক বেলাল হোসেনকে প্রধান করে তিন সদস্যের একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়।

এছাড়াও ঘটনায় ৩০ মে পানি সম্পদ মন্ত্রণালয় আরেকটি তদন্ত কমিটি গঠন করে।

এঘটনায় পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী (উত্তর-পুর্বাঞ্চল) মো. আবদুল হাই, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল ইসলাম ও সুনামগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আফছার উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh