• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

অটোরিকশা জব্দ করায় পুলিশের সামনেই আত্মহত্যার চেষ্টা

আরটিভি অনলাইন রিপোর্ট, সাভার

  ৩০ জুন ২০১৭, ১৭:০২

জব্দ ব্যাটারিচালিত অটোরিকশা ফেরত পেতে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক চালক।

অগ্নিদগ্ধ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে তার শরীরের মুখমণ্ডলসহ বিভিন্ন অংশের প্রায় ২৫ শতাংশ পুড়ে গেছে।

শুক্রবার সকাল ১১টায় দিকে সাভারের আশুলিয়ার বাইপাইল মোড়ে ট্র্যাফিক পুলিশের অভিযানের সময় এ ঘটনা ঘটে।

চালকের নাম শামীম সিকদার। তিনি বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার ভাইজোড়া গ্রামের মৃত শাজাহান সিকদারের ছেলে। বর্তমানে আশুলিয়ার নরসিংহপুরে মান্নান মিয়ার বাড়িতে পরিবারসহ ভাড়া থাকেন।

পুলিশ জানান, মহাসড়কে অভিযানের সময় ব্যাটারিচালিত অবৈধ ওই অটোরিকশা জব্দ করা হয় ও ব্যাটারি খুলে রাখা হয়। এ সময় চালক শামীম ব্যাটারি ফেরত পেতে বেশ কয়েকবার অনুরোধ করলেও তা ফেরত দেয়া হয়নি।

না পেয়ে কোনো কিছু না বলে চলে যায়। কিছুক্ষণ পরে এসে নিজের শরীরে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করে।

এ সময় ট্র্যাফিক পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আওয়াল ঘটনার সত্যতা স্বীকার করলেও মন্তব্য করতে রাজি হননি।

এসজে/সি

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রামে জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
লরি-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে আগুন, নিহত ১
নামাজ চলাকালে মসজিদে এসি বিস্ফোরণ
X
Fresh