আরটিভি নিউজ
আপডেট : ০৭ মে ২০২২, ১৩:৫৪
ঢাকায় মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ২২

ঢাকায় মাদকবিরোধী অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৬ মে) সন্ধ্যা ৬টা থেকে শনিবার (৭ মে) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারের সময় আসামিদের কাছ থেকে ২৩০ পিস ইয়াবা, ১ কেজি ২৫ গ্রাম গাঁজা, ১০ গ্রাম (৫৪ পুরিয়া) হেরোইন ও ৩০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।
আসামিদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৮টি মামলা রুজু করা হয়েছে।
মন্তব্য করুন