• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

দুর্নীতির অভিযোগ

শামীম ইস্কান্দারের মামলার শুনানি ২৯ মে

আরটিভি নিউজ

  ১৭ এপ্রিল ২০২২, ১০:৫৬
Shamim Iskander's case will be heard on May 29
হাইকোর্ট।। ফাইল ছবি

মামলা বাতিল চেয়ে খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দারের দুর্নীতি মামলার শুনানি ২৯ মে নির্ধারণ করেছেন আপিল বিভাগ। রোববার (১৭ এপ্রিল) সকালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আপিল বেঞ্চ এ দিন ধার্য করেন।

এদিন শামীম ইস্কান্দারের পক্ষে আবেদন করেন তার আইনজীবী মাহবুব উদ্দিন খোকন।

সম্পদের তথ্য চেয়ে ২০০৭ সালে শামীম ইস্কান্দারকে নোটিশ দেয় দুদক। কিন্তু সে নোটিশের পর সম্পদের তথ্য গোপন করায় তার বিরুদ্ধে অনুসন্ধান শেষে মামলা দায়ের করার সিদ্ধান্ত নেয় দুদক। ২০০৮ সালে রমনা থানায় দুদক আইনের মামলা করে দুর্নীতি দমন কমিশন। এ মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিনও নেন শামীম ইস্কান্দার ও তার স্ত্রী।

২০১৬ সালে এ মামলা বাতিল চেয়ে করা শামীম ইস্কান্দারের আবেদন খারিজ করে দেন হাইকোর্ট। এরপর আবারও মামলা বাতিল চেয়ে আপিল বিভাগে আসেন খালেদার ছোট ভাই ও তার স্ত্রী। আজ যার শুনানির দিন ধার্য করলেন সর্বোচ্চ আদালত।

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুর্নীতি আছে, তবে বিএনপির মুখে এ অভিযোগ মানায় না : হানিফ
সরকারি কর্মকর্তাদের দুর্নীতির নজির, বেনজির ও দায়মুক্তি
খালেদা জিয়ার নাইকো দুর্নীতি মামলায় সাক্ষ্য ১৪ মে
ব্যাংকের ম্যানেজারসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা
X
Fresh