• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ময়লার গাড়ির ধাক্কায় এবার নারী পরিচ্ছন্নকর্মীর মৃত্যু

আরটিভি নিউজ

  ২৩ জানুয়ারি ২০২২, ১৩:৫৬
This time a female cleaning worker died after being hit by a dirty car
ফাইল ছবি

রাজধানীর মহাখালীতে সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় এবার এক নারী পরিচ্ছন্নকর্মীর মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার (২২ জানুয়ারি) রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ বলছে, ওই নারী ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিচ্ছন্নকর্মী ছিলেন।

জানা গেছে, নিহত পরিচ্ছন্নকর্মীর নাম শিখা রানী (৫৫)। গতকাল শনিবার (২২ জানুয়ারি) রাতে মহাখালী উড়ালসেতুর মুখে রাস্তা ঝাড় দিচ্ছিলেন ওই পরিচ্ছন্নকর্মী। এ সময় এই দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে আজ রোববার (২৩ জানুয়ারি) তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম আরটিভি নিউজকে বলেন, ঘটনার কয়েকজন প্রত্যক্ষদর্শী ছিলেন। তারা বলেছেন, সিটি করপোরেশনের ময়লার গাড়ি শিখা রানীকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। শাহ আলম আরও বলেন, অজ্ঞাত চালককে আসামি করে মামলা হয়েছে। চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এর আগে গত ২৪ নভেম্বর গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান মারা যান। সিটি করপোরেশন বলেছে, গাড়িটি চালাচ্ছিলেন একজন পরিচ্ছন্নকর্মী। এর পরদিন রাজধানীর পান্থপথ এলাকায় উত্তর সিটির ময়লার গাড়ির ধাক্কায় প্রথম আলোর সাবেক কর্মী আহসান কবির খান মারা যান। গত ২ ডিসেম্বর দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় এক বৃদ্ধা আহত হন। এসব ঘটনার পর হাফ পাস ভাড়ার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতেও আন্দোলন করেন।

কেএফ/টিআই

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh