• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

অতিরিক্ত ভাড়া আদায়, ভ্রাম্যমাণ আদালতে ২৩ বাসের জরিমানা

আরটিভি নিউজ

  ৩০ নভেম্বর ২০২১, ১৮:৩০
Extra fare collection, fine of 23 buses in mobile court
ফাইল ছবি

ঢাকা ও চট্টগ্রাম মহানগরে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ২৩টি বাসকে জারিমানা করেছে বিআরটিএ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। ওই বাসগুলোর কাছ থেকে ১ লাখ ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।। মঙ্গলবার (৩০ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম মহানগরের ১১টি স্পটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

বিআরটিএর অ্যানফোর্সমেন্ট শাখা সূত্র জানায়, ভ্রাম্যমাণ আদালত আজ ১৬৮টি ডিজেলচালিত বাস-মিনিবাস পরিদর্শন ও পরীক্ষা করে এবং বাড়তি ভাড়ার বিষয়টি যাচাই-বাছাই করে দেখেন। এতে ২৩টি ডিজেলচালিত বাসের বিরুদ্ধে বাড়তি ভাড়া নেওয়ার প্রমাণ পাওয়া যায়। এছাড়া একই অপরাধের পুনরাবৃত্তির কারণে ১টি বাসকে ডাম্পিং স্টেশনে পাঠানো হয় এবং একজন দালালকে কারাদণ্ড প্রদান করা হয়।

বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, পরিচালক (অ্যানফোর্সমেন্ট) মো. সরওয়ার আলম ও উপ-পরিচালক (অ্যানফোর্সমেন্ট) মো. হেমায়েত উদ্দিন ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা তদারকি করেন।

কেএফ/এসেক

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পচা মাংস বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
পচা-বাসি খাবার রাখার অভিযোগ, রেস্টুরেন্টকে জরিমানা 
আখাউড়ায় ফসলি জমির মাটি উত্তোলন, ২ ব্যবসায়ীকে জরিমানা
বাসাবাড়ি-অফিসে এডিস মশার লার্ভা পেলেই জেল-জরিমানা
X
Fresh