• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

লঞ্চ থেকে চাঁদা না দেওয়ায় মারধর ও ভাঙচুরের অভিযোগ 

আরটিভি নিউজ

  ২০ নভেম্বর ২০২১, ১৪:৪৫
Allegations of beating and vandalism of the launch for not paying the dues
ঢাকার সদরঘাটে জাহিদ-৮ লঞ্চের দ্বিতীয় তলায় সংবাদ সম্মেলন

চাঁদা না পেয়ে মারধর ও লঞ্চ ভাঙচুরের অভিযোগে পটুয়াখালী জেলার দশমিনা উপজেলা সদর ইউনিয়নের চেয়ারম্যানের ইকবাল মাহমুদ লিটনের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছে এম,ভি জাহিদ ৩ লঞ্চ কর্তৃপক্ষ।

শনিবার (২০ নভেম্বর) সকাল ১১টায় ঢাকা সদরঘাটে জাহিদ-৮ লঞ্চের দ্বিতীয় তলায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এ সময় মেসার্স ওহাব নেভিগেশনের মালিক আশরাফুল আলম লিখিত বক্তব্য পাঠ করে বলেন, আমাকে সদর উপজেলা চেয়ারম্যান ইকবাল মাহমুদ লিটন আপ্যায়নের কথা বলে তার ইউনিয়নের ৪টি ঘাটে লঞ্চ ভেড়াতে ৬ লাখ টাকা চাঁদা দাবি করেন। তাতে আমি রাজি না হলে ওই ৪টি ঘাটে লঞ্চ ভেড়ানো বন্ধ করে দিলে গতকাল শুক্রবার (১৯ নভেম্বর) তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার মালিকানাধীন জাহিদ-৩ লঞ্চে এ হামলা চালায়। কেবল তা’ই নয়, তারা আমার লঞ্চে রক্ষিত ৩ লাখ ৬৫ হাজার টাকা লুট করে এবং লঞ্চের মাস্টার আব্দুস সাত্তারকে (৭০) গুরুতর আহত করে। এখন তিনি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি।

কেএফ/এসকে

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু অপহরণ করে বিক্রি করতো চক্রটি
বুধবার থেকে যে সময় চলবে মেট্রোরেল 
বিজ্ঞাপন দেখে মেডিকেলে ভর্তি, ৪২ শিক্ষার্থীর স্বপ্নপূরণ অনিশ্চিত
তৃতীয় শ্রেণি পর্যন্ত সাময়িক পরীক্ষা হবে না 
X
Fresh