• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

হাফ পাসের দাবিতে গাড়ি ভাঙচুর, উত্তেজিত শিক্ষার্থীরা

আরটিভি  নিউজ

  ২০ নভেম্বর ২০২১, ১২:৫৯
Students' car vandalized in Sciencelab demanding half rent, road blockade
ভাঙচুর করা বাস

হাফ পাস চালুর দাবির আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর সাইন্সল্যাব এলাকায় গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (২০ নভেম্বর) দুপুর ১২টায় সাইন্সল্যাব মোড়ে পরিবহন শ্রমিকদের সঙ্গে উত্তেজিত শিক্ষার্থীদের এই ঝামেলার সূত্রপাত হয়।

এ সময় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখেন। তারা সড়কের উভয়পাশে ১০টির বেশি গাড়ি ভাঙচুর করেন বলে জানা গেছে।

সম্প্রতি জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে গণপরিবহনের ভাড়া বৃদ্ধি করা হয়েছে। তবে যাত্রীদের অভিযোগ সরকার নির্ধারিত ভাড়ার চেয়েও বেশি নিচ্ছে বাসগুলো। এছাড়াও শিক্ষার্থীদেরও হাফ ভাড়ার প্রথা মানতে চাইছে না বাস মালিকরা। এ ঘটনায় রাজধানীর মিরপুর, বনানী, রামপুরা ও নীলক্ষেত এলাকায় যাত্রী, বাসচালক ও শিক্ষার্থীদের মধ্যে কয়েকদিন ধরে বেশকিছু ঘটনা ঘটেছে।

সবশেষ বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা কলেজের মূল ফটকের সামনের মিরপুর রোডে শিক্ষার্থীরা প্রথমে বিক্ষোভ ও পরে সড়ক অবরোধ করেন। এ সময় বেশ কয়েকটি গাড়িও আটক রাখেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিদিন অনেক শিক্ষার্থী বাসে চলাচল করলেও তাদের থেকে হাফ ভাড়া নেওয়া হচ্ছে না। উল্টো বাসচালক ও হেলপাররা শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করেন।

কেএফ

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধামরাইয়ে বিএনপির মিছিলে পুলিশের বাধা, গাড়ি ভাঙচুর
X
Fresh