• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ডিজিটাল ওজনযন্ত্রের সনদ না থাকায় জরিমানা

আরটিভি নিউজ

  ২৮ সেপ্টেম্বর ২০২১, ২২:০৪
ডিজিটাল ওজনযন্ত্রের সনদ না থাকায় জরিমানা

বাজারে নিবন্ধন ছাড়াই মিষ্টিন্ন দই, চিড়া, শনপাপড়ি, ঘিসহ বিভিন্ন বেকারি পণ্য মোড়কজাত করে বিক্রি করা হচ্ছে। এসব পণ্য ডিজিটাল ওজনযন্ত্রের (পাল্লা) মাধ্যমে ওজন করছেন ব্যবসায়ীরা। এই অপরাধে ‘বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার’ নামের দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডি এলাকায় দুটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

বিএসটিআই জানায়, ধানমন্ডির সাত মসজিদ রোডের শংকরে বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানটি নিবন্ধন সনদ না নিয়েই পণ্য মোড়কজাতকরণ করছে। এছাড়া তাদের ব্যবহৃত ডিজিটাল ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদও নেই। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিএসটিআই আরও জানায়, একই দিন কলাবাগানের বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারেও অভিযান করা হয়। ওই প্রতিষ্ঠানও দই, চিড়া ভাজা, শনপাপড়ি ও গাওয়া ঘি পণ্যের মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না নিয়ে বিক্রি করছে। এছাড়া তাদেরও ডিজিটাল ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ ছিল না। তাদেরকেও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআই-র নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তার। অভিযানে সহযোগিতা করেন সংস্থাটির পরিদর্শক মো. মাসুদুল হক। অভিযানে সার্বিক সহায়তা প্রদান করেন ডিএমপির পুলিশ সদস্যরা।

এফএ

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিজিটাল সুরক্ষা প্রশিক্ষণে সনদ পেলেন ২৫ নারী সাংবাদিক ও রাজনীতিবিদ
সিরাজগঞ্জে দুই টেক্সটাইল মিলকে ৫০ হাজার টাকা জরিমানা
১২৫ প্রতিষ্ঠানকে ১১ লাখ টাকা জরিমানা করল ভোক্তা অধিদপ্তর
পচা ডিম দিয়ে ইফতার তৈরি, ৩ হোটেলকে জরিমানা
X
Fresh