• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

‘কিশোর গ্যাং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ তৈরি করেছে’

আরটিভি নিউজ

  ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৪:০৭
'Teen gang poses challenge to law enforcement'
কিশোর অপরাধ বিরোধী সামাজিক প্রচারণা কার্যক্রম ও রেপ নির্মিত বিজ্ঞাপন (টিভিসি) এর উদ্বোধনী অনুষ্ঠান

গত ৩-৪ বছর ধরে কিশোর গ্যাং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ তৈরি করেছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। তিনি বলছেন, কিশোর অপরাধ নিয়ন্ত্রণের সংশ্লিষ্ট আইন হালনাগাদ করায় এখন ১৮ বছরের নিচে সবাই শিশু।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারের মধুবাগের বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কমপ্লেক্স অডিটোরিয়ামে ‘কিশোর অপরাধ বিরোধী সামাজিক প্রচারণা কার্যক্রম ও রেপ নির্মিত বিজ্ঞাপন (টিভিসি) এর উদ্বোধন’ অনুষ্ঠানে তিনি এমন কথা জানান।

আইজিপি আরও বলেন, ‘কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে ইতোপূর্বে আইনগত ব্যবস্থা নেওয়া হলেও বর্তমান আইনের কারণে এখন আর সেভাবে কোনও ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। গ্রেপ্তারের সাথে সাথে তাদেরকে কিশোর সংশোধনাগারে পাঠানো হয়। কিশোর সংশোধনাগারের ক্যাপাসিটি কতো‑ এ ব্যাপারে আমাদের কাজ করতে হবে। এছাড়া কিশোর গ্যাং নিয়ন্ত্রণে প্যারেন্টাল কন্ট্রোলের (বা-মা’য়ের নিয়ন্ত্রণে থাকা) বিষয়টি রয়েছে। এসব ক্ষেত্রে সামাজিক নিয়ন্ত্রণ দরকার। কমিউনিটির একাত্মতার মাধ্যমে সামাজিক নিয়ন্ত্রণ জরুরি।’

কেএফ

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসুস্থ পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে আইজিপি
ছেলেকে বাঁচাতে গিয়ে হামলার শিকার সেই চিকিৎসক বাবার মৃত্যু
ছেলেকে বাঁচাতে গিয়ে লাইফ সাপোর্টে হামলার শিকার চিকিৎসক বাবা
কিশোর গ্যাং মোকাবিলায় প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা
X
Fresh