• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

গাজীপুর জেলা রেজিস্ট্রারের সম্পদের হিসাব চেয়েছে দুদক

আরটিভি নিউজ

  ১৯ সেপ্টেম্বর ২০২১, ২১:৫১
দুদক

গাজীপুর জেলা রেজিস্ট্রার অহিদুল ইসলাম ও তার স্ত্রী খুজিস্তা আক্তার বানুর সম্পদের হিসাব চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অহিদুল ইসলাম ও তার স্ত্রীর সম্পদের হিসাব চেয়ে রোববার (১৯ সেপ্টেম্বর) নোটিস পাঠানো হয়েছে বলে তথ্য নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আরিফ সাদেক।

প্রায় কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পাওয়ায় তাদের সম্পদের হিসাব জমা দিতে বলেছে দুদক।

নোটিসে তাদেরকে আগামী ২১ কার্যদিবসের মধ্যে নির্দিষ্ট ছকে সম্পদের হিসাব দাখিল করতে বলা হয়েছে বলে জানান তিনি।

গাজীপুর জেলা রেজিস্ট্রার ও তার স্ত্রী বিরুদ্ধে দুদকের অনুসন্ধানে 'অঢেল সম্পদ' অর্জনের সত্যতা পাওয়ায় এই নোটিস দেওয়া হয় বলে দুদকের কর্মকর্তারা জানিয়েছেন।

অহিদুল ইসলামকে পাঠানো নোটিসে বলা হয়, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাথমিক অনুসন্ধান করে কমিশনের স্থির বিশ্বাস জন্মেছে যে, আপনি জ্ঞাত আয় বহির্ভূত স্বনামে/বেনামে বিপুল পরিমাণ সম্পদ/সম্পত্তির মালিক হয়েছেন। তাই নোটিস পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে নিজের, নির্ভরশীল ব্যক্তিবর্গের যাবতীয় স্থাবর/অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ নির্ধারিত ফরমে দাখিল করতে হবে।

এফএ

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কাভার্ডভ্যানের ধাক্কায় যুবক নিহত
স্ত্রীসহ সাবেক এমপির পিএসের বিরুদ্ধে দুদকের মামলা
সেই ইজিবাইকচালকের পাশে দাঁড়াল র‌্যাব
অচল গার্মেন্টসকে সচল দেখিয়ে ২ কোটি টাকা লোপাটের অভিযোগ
X
Fresh