• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

নারায়ণগঞ্জের ৭ খুন মামলার পেপারবুক হাইকোর্টে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ মে ২০১৭, ১৫:৫৪

নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন মামলার ছয় হাজার পৃষ্ঠার পেপারবুক হাইকোর্টে পৌঁছেছে। জানালেন হাইকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ।

রোববার সরকারি ছাপাখানা বিজিপ্রেস থেকে এ পেপারবুক সর্বোচ্চ আদালতে পৌঁছানো হয়।

সাব্বির ফয়েজ বলেন, আসছে সপ্তাহে প্রধান বিচারপতির কাছে পেপারবুক প্রস্তুতের বিষয়টি উপস্থাপন করা হবে। পরে তিনি আলোচিত ৭ খুন মামলার আপিল শুনানির জন্য বেঞ্চ ঠিক করে দেবেন।

২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের ফতুল্লার লামাপাড়া থেকে সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনকে অপহরণ করা হয়। এর ৩ দিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ পাওয়া যায়।

এ ঘটনায় নিহত কমিশনার নজরুলের স্ত্রী বিউটি ও চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল ২টি মামলা করেন। গেলো ১৬ জানুয়ারি ৭ খুন মামলায় সেনাবাহিনীর বরখাস্তকৃত লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, সাবেক ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেনসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড দেন নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন। বাকি ৯ জনকে বিভিন্ন মেয়াদে দণ্ড দেয়া হয়।

এইচটি/সি

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh