• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

থানায় আসামির ঝুলন্ত লাশ

আরটিভি নিউজ

  ০৩ আগস্ট ২০২১, ২০:৪৪
ঢাকায় আসামির ঝুলন্ত লাশ

ঢাকার উত্তরা পূর্ব থানার হাজতখানায় মাদক মামলার এক আসামির ঝুলন্ত লাশ পাওয়া গেছে।

জিজ্ঞাসাবাদের জন্য মো. লিটন (৪৫) নামের ওই ব্যক্তিকে দুদিন আগে থানা হাজতে আনা হয়েছিল।

তবে পুলিশ বলছে, এই ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (৩ আগস্ট) ভোররাতে হাজতখানায় লিটনের ঝুলন্ত লাশ পাওয়া যায় বলে জানিয়েছে উত্তরা পূর্ব থানার পরিদর্শক (অপারেশন্স) মো. মোখলেসুর রহমান।

তিনি বলেন, “ভোররাতে হাজতের ভেতরে ভেন্টিলেটরে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। কম্বল ছিঁড়ে কর্তব্যরত পুলিশ সদস্যদের আড়ালে গিয়ে সে গলায় ফাঁস দেয় বলে ধারণা করছে পুলিশ।”

ময়নাতদন্তের জন্য লাশ টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “বিষয়টি তদন্ত করে দেখছি।”

সম্প্রতি তার কাছে ৫ হাজারেরও বেশি ইয়াবা পাওয়া যায়। লিটনের বিরুদ্ধে মাদকের চারটি মাদক মামলা রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।

মাদকের মামলায় তাকে দুদিনের রিমান্ডে আনা হয়েছিল। মঙ্গলবারই তার রিমান্ড শেষ হওয়ার কথা।

এমএন

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর স্থগিত
আখাউড়ায় ১৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক 
শুক্রবার ঢাকায় আসছেন আতিফ আসলাম
কান উৎসবে বিচারক হয়ে যাচ্ছেন ঢাকার ঋতি
X
Fresh