• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

শনিবার ঢাকায় আটক ৪৮১

আরটিভি নিউজ

  ৩১ জুলাই ২০২১, ২০:৪৯
শনিবার রাজধানীতে আটক ৪৮১

করোনার সংক্রমণ কমাতে সরকারের ঘোষিত কঠোর লকডাউনের নিয়ম অমান্য করায় রাজধানীতে শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৪৮১ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (৩১ জুলাই) দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযানে তাদের আটক ও জরিমানা করে পুলিশ। এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০২ জনকে ২ লাখ ৬ হাজার ৭১০ টাকা জরিমানা করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম জানান, কঠোর বিধিনিষেধ অমান্য করার অভিযোগে শনিবার ৪৮১ জনকে আটক করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০২ জনকে ২ লাখ ৬ হাজার ৭১০ টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে নবম দিনে বিধিনিষেধ অমান্য করায় ৪৪০টি যানবাহনকে ১০ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করে ডিএমপির ট্রাফিক বিভাগ।

এ দফায় শুক্রবার (২৩ জুলাই) সকাল ৬টা থেকে শুরু হওয়া কঠোর বিধিনিষেধ চলবে আগামী ৫ আগস্ট দিনগত রাত ১২টা পর্যন্ত। এর মধ্যেই ১ আগস্ট থেকে শিল্প কারখানা খুলে দেওয়ার ঘোষণায় আগের দিন ঢাকামুখী বিপুল সংথ্যক মানুষের ভিড় ছিল।

এফএ

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে বাবার চড়ে ৫ বছরের শিশুর মৃত্যু
রাজধানীতে হঠাৎ স্বস্তির বৃষ্টি
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩
রাজধানীতে ফিরছে মানুষ
X
Fresh