• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

কামরাঙ্গীরচরের একটি বাসায় দগ্ধ মরদেহ উদ্ধার

আরটিভি নিউজ

  ৩১ জুলাই ২০২১, ১৩:৩৮
The burnt body was recovered from a house in Kamrangichar
ফাইল ছবি

রাজধানীর কামরাঙ্গীচরের বাড়ি থেকে এক ব্যক্তির দগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ জুলাই) সকালে জরুরি সেবার ৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশ কোম্পানিগঞ্জ ঘাটের পশ্চিম রসুলপুর বিড়িওয়ালা মালেকের গলির পাশে একটি ৫ তলা বাড়িতে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরাও সেখানে যান। পরে পুলিশ বাড়িটির চতুর্থতলার একটি কক্ষে তরিকুল ইসলাম খোকন (৫৫) নামের এক ব্যক্তির দগ্ধ মরদেহ পায়।

এবিষয়ে কামরাঙ্গীচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ‘খোকন ফেরি করে মালামাল বিক্রি করতেন। কিভাবে তিনি দগ্ধ হয়ে মারা গেছেন সে বিষয়টি এখনও আমরা নিশ্চিত হতে পারিনি। সিআইডি কাজ করছে। আমরা তদন্ত করে দেখছি। বাড়িটির চতুর্থতলার একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে একটি কক্ষে একাই থাকতেন খোকন। দুই কক্ষের আরেকটি সাবলেট দিয়েছিলেন ‘

ওসি আরও বলেন, ‘যারা সাবলেট আছেন তারা ঈদের ছুটিতে গ্রামের বাড়ী গিয়ে এখনও আসেননি। পঞ্চমতলার এক ভাড়াটিয়া সকাল সাড়ে ৮টায় নিচে নামার সময় ৪ তলার দরজা দিয়ে ধোঁয়া বের হতে দেখে ৯৯৯ নম্বরে কল দেন। এরপরেই আমরা ঘটনাস্থলে আসি।’

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে অগ্নিকাণ্ডের আলামত পাননি ফায়ার সার্ভিসের সদস্যরা। কেবল খাটের উপর এক ব্যক্তির দগ্ধ মরদেহ পাওয়া যায়। ব্যক্তির পোষাক, খাটের চাদর এবং তোষকও পোড়া দেখা গেছে।’

কেএফ

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীপুরে পৃথক স্থান থেকে গৃহবধূ ও হিজড়ার মরদেহ উদ্ধার
রাজধানীতে সেলুন থেকে যুবকের মরদেহ উদ্ধার
শ্রীপুরে পুকুর থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার
চাঁদপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
X
Fresh