• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

রাজধানীতে মেডিকেল ছাত্রীর আত্মহ’ত্যা 

আরটিভি নিউজ

  ১৭ জুলাই ২০২১, ১৩:১৭
রাজধানীতে মেডিকেল ছাত্রীর আত্মহত্যা 
প্রতীকী ছবি

রাজধানীতে এক মেডিকেল ছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার (১৭ জুলাই) ভোরে গুলশান নিকেতন এলাকার একটি বাসায় ফারিয়া হায়দার (২১) নামে এক মেডিকেল ছাত্রী আত্মহত্যা করে। শনিবার সকালে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা জানান, তার মেয়ে মালয়েশিয়ার একটি মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিলো। সে খু্ব জেদি স্বভাবের ছিল। কিছুদিন ধরে সে মানসিক সমস্যায় ভুগছিল। গত রাত্রে তার অনলাইনে ক্লাস ছিল। ক্লাস করে ঘুমিয়ে পরে ফারিয়া। কিন্তু আজ সকালে কোন সাড়াশব্দ না পেয়ে দরজা খুলে দেখি সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় আছে। তারা নিকেতনের ৪ নম্বর রোডের গুরু তলা ভবনের দ্বিতীয় তলায় পরিবার নিয়ে থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

এমএন

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে যুবকের মৃত্যু, চিকিৎসকের ধারণা হিট স্ট্রোক
বিরল এক মহাজাগতিক ঘটনার সাক্ষী হলো দেশ
তিতাসের এমডির বাসার সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
তাপ কমাতে দৈনিক ৪ লাখ লিটার পানি ছিটাচ্ছে ডিএনসিসি
X
Fresh