• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ইয়াবার সবচেয়ে বড় চালান উদ্ধার কক্সবাজারে

আরটিভি অনলাইন রিপোর্ট, কক্সবাজার

  ২৮ এপ্রিল ২০১৭, ২৩:০৮

কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে ৩৬ কোটি ৩০ লাখ টাকার ৪টি বস্তায় থাকা ১২ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার করলো বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। কর্মকর্তারা বলছেন, এ পর্যন্ত ইয়াবার যত চালান আটক করা হয়েছে, সেগুলোর মধ্যে এটিই সবচেয়ে বড়।

শুক্রবার টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের একটি পানের বরজ থেকে এ ইয়াবা উদ্ধার করে টেকনাফ ২ বিজিবি। তবে কাউকে আটক করা যায়নি।

টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির কয়েকটি বিশেষ টহল দল এলাকাটির ওপর নজরদারি রাখে। এক পর্যায়ে ওই ৪ বস্তা ইয়াবা উদ্ধার করে।

তিনি আরো বলেন, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বিজিবির টহল জোরদার করায় এখন মাদক ব্যবসায়ীরা গভীর সমুদ্র দিয়ে ইয়াবা চালান করছে।

টহল বা নজরদারি আরো বাড়াতে হবে বলে উল্লেখ করেন তিনি।

উদ্ধার করা ইয়াবা টেকনাফে বিজিবির ব্যাটালিয়ন সদরে রাখা হয়েছে এবং পরে তা ধ্বংস করা হবে বলে জানানো হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, এর আগে গেলো ১৬ এপ্রিল টেকনাফ থেকে ৯ লাখ ৮০ হাজার ইয়াবা আটক করে বিজিবি।

কে/সি

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আখাউড়ায় ১৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক 
শ্রীপুরে পিস্তল ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার 
গাঁজাগাছ-ইয়াবাসহ আটক ২
পাথরঘাটায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
X
Fresh