• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

থেমে থেমে আসছে গুলির শব্দ (অডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ

  ২৭ এপ্রিল ২০১৭, ১০:৩৮

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের জঙ্গি আস্তানা থেকে থেমে থেমে গুলির শব্দ পাওয়া যাচ্ছে।

বৃহস্পতিবার সকাল ৯টা ১০ মিনিট থেকে দ্বিতীয় দিনের অভিযান শুরু করে সোয়াট টিম।

বুধবার ভোর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের শিবনগর এলাকায় ওই বাড়িটি ঘিরে রাখে। রাতে অভিযানে বিরতি ঘোষণা করা হয়। বিকেলে সোয়াট টিমের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে। পরে পৌনে ৭টার দিকে অপারেশন ঈগল হার্ট নাম দিয়ে অভিযান শুরু হয় এবং রাত ৯টার দিকে অভিযান স্থগিত ঘোষণা করেন সোয়াট এর উপ-পুলিশ কমিশনার প্রলয় কুমার জোয়ারদার।

তিনি জানান, জঙ্গি আস্তানার ভেতরে কয়জন আছে তা বলতে পারছি না। জঙ্গিরা চার থেকে পাঁচটি বিস্ফোরণ ঘটিয়েছে।

সাধারণ লোকজনের চলাফেরা নিয়ন্ত্রণের জন্য আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।

পুলিশ জানায়, ওই বাড়ির মালিকের নাম ঝিন্টু হাজি। তবে তিনি সেখানে থাকেন না। প্রায় দু’মাস আগে আবু আলী নামের একজন বাড়িটি ভাড়া নিয়ে স্ত্রীসহ ওঠে। পুলিশের ধারণা আবু আলী-ই জঙ্গি।

বুধবার সকালে প্রথমে কানসাট ইউনিয়নের আব্বাস বাজার এলাকার তিনটি বাড়ি ঘেরাও করা হয়। তবে সেখানে কোনো জঙ্গি পাওয়া যায়নি। পরে শিবগনগর এলাকায় অন্য একটি বাড়ি ঘেরাও করে তল্লাশি শুরু করতে গেলে পুলিশকে লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়া হয়। জবাবে পুলিশও কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রমনার বটমূলে বোমা হামলার ২৩ বছরেও হয়নি বিচার
বোমা ফাটালেন সুজন, হাথুরুর সঙ্গে দ্বন্দ্ব প্রকাশ্যে
‘পহেলা বৈশাখে জঙ্গি হামলার আশঙ্কা নেই’
ঈদের পরেই কঠোর অবস্থানে যাবে সরকার : শাজাহান খান
X
Fresh