• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ঈদ সামনে রেখে বাজারে কোটি টাকার বেশি জাল নোট

আরটিভি নিউজ

  ২২ জুন ২০২১, ২৩:৪৮
জাল নোট তৈরি চক্রের অন্যতম সদস্য নাইমুর হাসান তৌফিকক

ঈদুল আজহাকে সামনে রেখে কোটি টাকার বেশি জাল নোট বাজারে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনাকারী একটি চক্রকে শনাক্ত করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। চক্রটির অন্যতম সদস্য নাইমুর হাসান তৌফিককে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (২২ জুন) কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে র‌্যাব-১০-এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান এ তথ্য জানান।

র‌্যাব বলছে, এই চক্রটি কোটি টাকারও বেশি জাল নোট বাজারে ছড়িয়ে দিয়েছে। ঈদুল আজহা সামনে রেখে আরও জাল টাকা ছড়িয়ে দেয়ার পরিকল্পনা ছিল তাদের। চক্রটি এক লাখ জাল টাকার বান্ডিল ২৫ থেকে ৩০ হাজার টাকায় বিক্রি করত বলে জানা গেছে।

র‌্যাব সিও বলেন, মঙ্গলবার ভোরে রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকা ও সরঞ্জামসহ তৌফিককে গ্রেপ্তার করেছে। তৌফিক রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।

তৌফিকের কাছ থেকে ৫০ লাখ ২৮ হাজার টাকা সমমূল্যের জাল নোট ও জাল টাকা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। সরঞ্জামের মধ্যে একটি ল্যাপটপ, প্রিন্টার এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়। তৌফিক বাড্ডা এলাকায় একটি অভিজাত বাসা ভাড়া নিয়ে জাল নোট তৈরি করতেন। এই চক্রের সঙ্গে জড়িত আরও দু’জনের সন্ধান পেয়েছে র্যা ব। তাদের ধরতে অভিযান চলছে।

অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান বলেন, গ্রেপ্তার তৌফিক একটি সংঘবদ্ধ জাল নোট প্রস্তুতকারী চক্রের সক্রিয় সদস্য। প্রায় তিন বছর ধরে এই চক্রের সঙ্গে জড়িত থেকে জাল নোট তৈরি করে আসছেন।

এফএ

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশিদের মসজিদ নির্মাণে মালয়েশিয়ানের ৭ কোটি টাকার অনুদান
বরগুনায় ৫ কোটি টাকার অবৈধ জাল জব্দ
পেঁয়াজের উৎপাদন বাড়াতে ১৪ কোটি টাকার প্রণোদনা
অনুমোদন পেল ৩৪৩৪ কোটি টাকার ১৪ প্রস্তাব
X
Fresh