• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

অনলাইনে ফিলিস্তিনিদের সাহায্যের নামে লাখ লাখ টাকা আত্মসাৎ!

আরটিভি নিউজ

  ১১ জুন ২০২১, ১৬:২৮
Millions of rupees embezzled in the name of helping the Palestinians online!
গ্রেপ্তারকৃত ইয়াসির আরাফাত

গাজায় ইসরায়েলের নৃশংস ঘটনায় ফিলিস্তিনিদের সাহায্যের নামে ফেইসবুকে পেইজ খুলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বেশ কয়েকটি চক্র। এরকম এক প্রতারককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা দল। তার নাম ইয়াসির আরাফাত।

সম্প্রতি গাজায় ইসরায়েলের ১১ দিনের নৃশংসতায় প্রাণ হারান শিশুসহ আড়াইশোর বেশি নিরপরাধ ফিলিস্তিনি। বিমান হামলায় ধ্বংস হয়ে যায় হাসপাতাল-স্বাস্থ্যকেন্দ্র। মানবিক বিপর্যয়ের এ সব ছবি আন্তর্জাতিক গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সহায়তা পাঠাতে ফিলিস্তিন দূতাবাসের সাথে যোগাযোগ করেন অনেকে। সাধারণ মানুষের সাহায্য দূতাবাসে পৌঁছে দিতে নিজেদের ফেসবুক ভেরিফায়েড পেইজে আহ্বান জানান কয়েকজন সমাজকর্মী, যাতে দেয়া হয় মোবাইল ব্যাংকিং নম্বর।

তবে থেমে ছিল না অসাধু চক্রের জালিয়াতিও। যাদের একজন এই ইয়াসির আরাফাত। ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট ও তথ্য দিয়ে বেশ কয়েকটি পেজ খোলেন তিনি। এসব পেইজে ফিলিস্তিনি রাষ্টদূতের ছবিতে দেন নিজের মোবাইল ব্যাংকিং নম্বর। যাতে জমা পড়ে লাখ লাখ টাকা। পুরো অর্থই নিজের পকেটে নেন এই প্রতারক।

পুলিশ বলছে মানুষের সরলতার সুযোগটাই নেয় এরা। গোয়েন্দারা জানায়, ইয়াসিরের মতো অন্য প্রতারকদের ধরতেও নজরদারি চলছে।

কেএফ/পি

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh