• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

লকডাউন নিয়ে প্রশ্ন তোলা পথশিশু মারুফ নিখোঁজ!

আরটিভি নিউজ

  ২৩ এপ্রিল ২০২১, ২১:৫০
Maruf, a street child who raised questions about the lockdown, is missing!
পথশিশু মারুফ নিখোঁজ

খুঁজে পাওয়া যাচ্ছে না লকডাউন নিয়ে প্রশ্ন তোলা সেই পথশিশুটিকে। যার নাম মারুফ। পুরান ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এলাকা থেকে এক সাংবাদিকের লাইভের মাঝে ঢুকে পড়ে লকডাউন নিয়ে প্রশ্ন তুলে সে বলেছিলো- ‘এই যে লকডাউন দিছে, মানুষ খাবে কী? সামনে ঈদ। এই যে মাননীয় মন্ত্রী একটা লকডাউন দিছে, এটা ভুয়া। থ্যাঙ্কু।’

খোঁজ নিয়ে জানা গেছে, পথশিশু মারুফকে বৃহস্পতিবার (২২ এপ্রিল) থেকে বাহাদুর শাহ পার্ক এলাকায় দেখা যাচ্ছে না। শিশুটির অবস্থান সম্পর্কে তার সঙ্গী পথশিশুরা কিছু বলতে পারছে না।

এলাকাবাসী ও পুলিশ বলছে, মারুফের কোনো খোঁজ নেই। তার খোঁজখবর রাখা একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কাছেও মারুফের সন্ধান নেই।

উল্লেখ্য, গত সোমবার (১৯ এপ্রিল) দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এলাকা থেকে ফেসবুকে লাইভ করেন সময়ের কণ্ঠস্বর নামের একটি অনলাইন সংবাদ মাধ্যমের প্রধান প্রতিবেদক পলাশ মল্লিক।

তার কথা বলা প্রায় শেষের দিকে ক্যামেরার ফ্রেমে ঢুকে পড়ে পথশিশু মারুফ লকডাউন নিয়ে প্রশ্ন তুলে মন্তব্য করে বসে। যে ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

এরপর তাকে মারধরের অভিযোগও পাওয়া যায়। যা গণমাধ্যমেও প্রকাশ হয়।

কেএফ/পি

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh