• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মাদকাসক্তরা চাকরি পাবে না

আরটিভি নিউজ

  ১৩ এপ্রিল ২০২১, ১৭:৫৫
মাদকাসক্তদের চাকরির দরজা বন্ধ হচ্ছে

দেশে মাদক নির্মূলে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার পরেও তরুণপ্রজন্মকে মাদকের আগ্রাসন থেকে ফেরানো যাচ্ছে না। সেজন্য ব্যতিক্রমি উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে সরকার। তরুণ প্রজন্মদের মধ্যে যারা মাদকাসক্ত তাদের জন্য চাকরির দরজা বন্ধ হচ্ছে। সেজন্য ‘ডোপ টেস্ট বিধিমালা-২০২১’ হতে যাচ্ছে। চাকরি চাকরিপ্রার্থীদের ডোপ টেস্ট করে পজিটিভ রিপোর্ট পাওয়া গেলে তার জেল-জরিমানা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘ডোপ টেস্ট বিধিমালা-২০২১’ সংক্রান্ত খসড়া চূড়ান্ত করা হয়েছে। আইন মন্ত্রণালয়ে ভেটিং শেষে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি চূড়ান্ত অনুমোদন দিলে গেজেট আকারে বিধিমালা প্রকাশিত হবে।

প্রসঙ্গত, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) এর আলোকে এই বিধিমালা প্রণীত হচ্ছে।

বিধিমালা অনুযায়ী সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, স্থানীয় সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোর চাকরিতে নিয়োগের ক্ষেত্রে ডোপ টেস্ট করা হবে। এছাড়া চাকরিরত অবস্থায় কেউ মাদক সেবন করেছেন বলে সন্দেহ হলেও তাকে টেস্টের আওতায় আনা যাবে।

এফএ

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh