• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

দেশের মানুষ জঙ্গিবাদ পছন্দ করে না : স্বরাষ্ট্রমন্ত্রী

আরটিভি অনলাইন ডেস্ক

  ১১ এপ্রিল ২০১৭, ১৯:৩৭

শুধু ইসলাম নয়, কোনো ধর্মেই মানুষ হত্যার বিধান নেই। তাই জঙ্গিবাদের পেছনে একটি ষড়যন্ত্র কাজ করছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

মঙ্গলবার দুপুরে গুলশানের একটি হোটেলে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র‌্যাবের জঙ্গিবাদ বিরোধী একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিশ্বের অনেক দেশ জঙ্গিবাদের ষড়যন্ত্রের শিকার জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সাহসের সঙ্গেই জঙ্গিদের মোকাবেলা করতে সক্ষম হয়েছে। বর্তমান সরকার জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘জঙ্গিবাদ এ দেশের মানুষ পছন্দ করে না। তাই জঙ্গিবাদকে আশ্রয়-প্রশ্রয় দেয় না। তারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তথ্য দিয়ে সাহায্য করছে। যারা পথভ্রষ্ট, তাদের ফিরিয়ে আনতে হবে। জঙ্গি দমনে শিক্ষার্থীদেরও ভূমিকা রয়েছে। এই বইটি প্রকাশনা সময়োপোযোগী হয়েছে।

আর/

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদের পরেই কঠোর অবস্থানে যাবে সরকার : শাজাহান খান
কেএনএফের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী
ব্যাংক ডাকাতিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
X
Fresh