• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

আলোচিত দুই ভাই দুদকের মামলায় গ্রেপ্তার

আরটিভি নিউজ

  ০১ মার্চ ২০২১, ১৯:৫৩
আলোচিত দুই ভাই দুদকের মামলায় গ্রেপ্তার

অবৈধ সম্পদ অর্জনের দায়ে এবার ফরিদপুরের আলোচিত আওয়ামী লীগ নেতা সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই মো. ইমতিয়াজ হাসান রুবেলের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

সোমবার (০১ মার্চ) ঢাকা মহানগর স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রবিউল আলম এ আদেশ দেন।

আসামি রুবেলের বিরুদ্ধে দায়ের করা মামলায় ২৮ কোটি ৩৫ লাখ ১০ হাজার ১৭০ টাকার জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ অর্জন এবং ১৭ কোটি ৯০ লাখ ৩ হাজার ১৪১ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ করা হয়। তিনি দুদকের ২৪ কোটি ৪৬ লাখ ৫২ হাজার ৫১৮ টাকার সম্পদের হিসাব দাখিল করেন।

অন্যদিকে আসামি বরকতের বিরুদ্ধে দায়ের করা মামলায় ৪৪ কোটি ৪৯ লাখ ৬৮ হাজার ৮৩২ টাকার জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ অর্জন এবং ৩৬ কোটি ৪০ লাখ ৫৫ হাজার ৬৫২ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ করা হয়। তিনি দুদকের ৩৯ কোটি ৪৮ লাখ ২৮ হাজার ২৫৮ টাকার সম্পদের হিসাব দাখিল করেন।

গ্রেপ্তার দেখানোর আবেদনকারী কর্মকর্তা গত বছর ১২ নভেম্বর দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়-১ এ দুই ভাইয়ের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা দায়ের করেন।

এফএ

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩
ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
পর্নো তারকাকে ঘুষ দেওয়ার মামলায় ট্রাম্পের বিচার শুরু
ভিপি নুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
X
Fresh