• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ঢাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে ১ জনের মৃত্যু

আরটিভি নিউজ

  ১৬ ফেব্রুয়ারি ২০২১, ১৬:১২
One person died after falling from a building under construction in Dhaka
ফাইল ছবি

রাজধানীর মগবাজার নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু হয়েছে। তার নাম মজনু মিয়া (১৯)। আজ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে মগবাজার ইস্পাহানি কলোনিতে এই দূর্ঘটনা ঘটে।

জানা গেছে, মজনুর গ্রামের বাড়ী চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায়। তার বাবার নাম নূর মোহাম্মদ। বর্তমানে তিনি মগবাজার ইস্পাহানি কলোনিতে থেকেই কাজ করতেন।

মজনুর সহকর্মী বিপ্লব হোসেন জানান, তিনি ও মজনু ওয়েল্ডিং মিস্ত্রি। সকাল থেকে মজনু ১২তলার ভবনের বাইরের দিকে জানালার গ্রিলে ওয়েল্ডিংয়ের কাজ করছিলেন। কাজের একপর্যায়ে মজনু এক মাচান থেকে অন্য মাচানে যাওয়ার সময় পড়ে গিয়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ২টার দিকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।

কেএফ

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা মিললে নির্মাণকাজ বন্ধ : মেয়র তাপস
ঢাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
নির্মাণাধীন ভবন থেকে পড়ে চীনা নাগরিকের মৃত্যু
রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
X
Fresh