• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বিমানবন্দরে নিহত যুবক কি আয়াত?

অনলাইন ডেস্ক
  ২৭ মার্চ ২০১৭, ১২:০৬

ঢাকার বিমানবন্দর গোলচত্বরে পুলিশ চেকপোস্টের কাছে বোমা বিস্ফোরণে নিহত যুবক মিরপুরের আয়াত আল হাসান বলে সন্দেহ করছে পুলিশ। জানালেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আযম।

তিনি বলেন, বিস্ফোরণে নিহত যুবকের চেহারা ও দেহের গঠন আয়াতের মতে। আমরা এ বিষয়ে এখনো নিশ্চিত নই। তবে সব কিছু দেখে ধারণা করছি এটি মিরপুরের নিখোঁজ দুই খালাতো ভাইয়ের একজন।

গেলো বছর মিরপুর থেকে নিখোঁজ হয় আয়াত আল হাসান ও তার খালাতো ভাই রাফিদ আল হাসান। এরপর থেকে তাদের আর কোনো সন্ধান পাওয়া যায়নি। তারা একটি চিরকুটে লিখে যান আমরা নিজেদের পথ খুঁজে পেয়েছি।

ঢাকা বিমানবন্দরে গোলচত্বরে বিস্ফোরণে নিহত যুবক মিরপুর থেকে নিখোঁজ দুই খালাত ভাইয়ের একজন বলে ধারণা করছে পুলিশ। ওই যুবকের পরিচয় শনাক্তের অনেক কাছাকাছি পৌঁছে গেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে শুক্রবার রাতে পুলিশ চেকপোস্টের কাছে বিস্ফোরণে যে যুবক নিহত হয়েছেন, তার কোমরে বোমাটি বাঁধা ছিল বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক। এছাড়া ওই ঘটনায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে রাজধানীর বিমানবন্দর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন থানার এসআই ইয়াসিন খন্দকার।

  • বিমানবন্দরের সামনে নিহত ব্যক্তির মৃত্যু বোমা বিস্ফোরণে

এইচটি/ জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh