• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মুসাকে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরে তলব

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ মার্চ ২০১৭, ১৯:৪২

শুল্ক ফাঁকি দিয়ে প্রায় ৫ কোটি টাকা মূল্যের রেঞ্জ রোভার গাড়ি ব্যবহার করার অভিযোগে মুসা বিন শমসেরকে তলব করলো শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।

বৃহস্পতিবার চিঠির মাধ্যমে মুসা বিন শমসেরকে তলব করে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। অধিদপ্তর মহাপরিচালকের পক্ষে তাকে চিঠি দেন সহকারি পরিচালক দিপা রানী হালদার।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, শুল্ক ফাঁকি, মানি লন্ডারিং ও দুর্নীতির অভিযোগের বিষয়ে তদন্তের জন্য তাকে (মুসা বিন শমসের) তলব করা হয়েছে। আসছে ২০ এপ্রিল বিকেল ৩টায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কাকরাইলের সদরদপ্তরে তাকে হাজির হতে বলা হয়েছে।

ওই দিন ফারুকুজ্জামান চৌধুরীকেও হাজির থাকতে বলা হয়েছে। তার নামেই ভোলার বিআরটিএ থেকে নিবন্ধন (নং- ভোলা-ঘ-১১-০০৩৫) নেয়া হয়েছে।

গেলো মঙ্গলবার ধানমন্ডির একটি বাড়ি থেকে মুসা বিন শমসেরের কালো রংয়ের রেঞ্জ রোভার গাড়িটি আটক করা হয়।

কে/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh