• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ভাড়া নিতে এসে বাড়ির মালিককে গুলি

আরটিভি নিউজ

  ২৪ সেপ্টেম্বর ২০২০, ১৫:৪৩
প্রতীকী ছবি।

রাজধানীর খিলগাঁওয়ে বাসা ভাড়া নিতে এসে বাড়ির মালিককে গুলি করার ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তদের গুলিতে বাড়ির মালিক মমিনুর রহমান আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা নিয়েছেন।

এ ঘটনায় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে গুলিবিদ্ধ মমিনুর বাদী হয়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করেছেন।

এর আগে গতকাল বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে গুলির ঘটনা ঘটে বলে জানা গেছে।

এ বিষয়ে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম জানান, মমিনুর রহমান সপরিবার দক্ষিণ গোড়ানে থাকেন। আর খিলগাঁওয়ের নাজদারপাড়ে তার টিনশেড বাড়ি, দোকান ও মাছের খামার রয়েছে। সেখান গতকাল রাত ৯টার দিকে মোটরসাইকেলে করে ৩ ব্যক্তি বাসা ভাড়া নিতে আসেন। একপর্যায়ে তারা কথা-কাটাকাটিতে লিপ্ত হন এবং মমিনুরকে পিস্তল দিয়ে গুলি করেন। গুলি মমিনুরের ডান হাঁটুতে লাগে। ওই রাতেই ঢাকা মেডিকেলে অস্ত্রোপচারের পর স্বজনেরা তাকে বাসায় নিয়ে যান। কিন্তু কী কারণে তাকে গুলি করা হলো সেই বিষয়টি তদন্ত করে বের করার চেষ্ট চলছে। দুর্বৃত্তদের গ্রেপ্তারে অভিযান অব্যহত রয়েছে।

কেএফ/এম

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুমিল্লায় বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
মাথায় গুলি চালিয়ে আনসার সদস্যের আত্মহত্যার অভিযোগ
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
নাফ নদীতে বিজিপির গুলি, গুলিবিদ্ধ ২ বাংলাদেশি
X
Fresh