• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

গুলশানের হর্স অ্যান্ড হর্স রেস্টুরেন্ট থেকে মদ ও বিয়ার জব্দ 

আরটিভি নিউজ

  ২৪ সেপ্টেম্বর ২০২০, ১০:১৯
The Department of Narcotics Control has seized foreign liquor and beer
বিদেশি মদ ও বিয়ার জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

রাজধানীর গুলশানে একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। হর্স অ্যান্ড হর্স নামক রেস্টুরেন্টিতে বুধবার দিবাগত রাত ১০টা থেকে মধ্যরাত পর্যন্ত এ অভিযান চালানো হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ফজলুর রহমান আরটিভি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গুলশানের এ্যাভিনিউ পুরাতন সিটি করপোরেশনের বিল্ডিংয়ের বিপরীত পাশে এই রেস্টুরেন্টে অনুমোদনহীনভাবে বিদেশি মদ ও বিয়ার বিক্রি করে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। সেখান থেকে বিপুল পরিমাণ অবৈধ মদ, বিয়ার ও নিষিদ্ধ মাদক সিসা উদ্ধার করা হয়।

অভিযানে কোনো ধরনের লাইসেন্স না নিয়ে বিদেশি মদ, বিয়ার বিক্রি ও সিসা লাউঞ্জ পরিচালনার দায়ে রেস্টুরেন্টের ম্যানেজারসহ দুইজনকে আটক করা হয়েছে। তারা হলেন- ম্যানেজার মো. মনির ও ক্যাশিয়ার সরোয়ার।

আটক দুইজন ও রেস্টুরেন্টের মালিকের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা দেওয়া হবে।

এখান থেকে ২০৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ, ৮১০ ক্যান বিয়ার, দুই কেজি নিষিদ্ধ সিসা ও তিনটি হুক্কা জব্দ করা হয়।

এসজে

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই দুই রেস্টুরেন্টের মালিক গ্রেপ্তার
সন্দ্বীপে বিদেশি মদসহ অটোরিকশাচালক গ্রেপ্তার 
হোটেল-রেস্টুরেন্টে অভিযান বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
রেস্টুরেন্টে অভিযানে গ্রেপ্তার ৪৪৪ জন
X
Fresh