• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পুলিশ-গ্রামবাসী সংঘর্ষে নিহত ২, আহত শতাধিক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ মার্চ ২০১৭, ১৩:০৬

সিলেটের কোম্পানীগঞ্জে চোরের হাতে গৃহকর্তা খুন ও চোর আটকের জেরে পুলিশ-গ্রামবাসীর সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। সংঘর্ষে ১২ পুলিশ সদস্যসহ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

শনিবার ভোরে কোম্পানিগঞ্জের আনোয়ারপুর গ্রামে এ ঘটনা ঘটে।

কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলতাফ হোসেন বলেন, শনিবার ভোররাতে আনোয়ারপুর গ্রামে জিল্লু মিয়ার বাড়িতে চোর ঢুকে। এসময় তিনি চিৎকার করলে বল্লম দিয়ে তাকে আঘাত করে চোর। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে স্থানীয়রা চোর সোনাই মিয়াকে আটক করে। চুরির ঘটনা ও বল্লমের আঘাতে গৃহকর্তা খুনের কথা শুনে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পুলিশ চোর সোনাই মিয়াকে আটক করে থানায় নিয়ে আসতে চাইলে গ্রামবাসী বাধা দেয়। ফলে পুলিশ-গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশের গুলিতে মফিজ মিয়া নামে আরেকজন নিহত হন।

তিনি আরো বলেন, ঘাতক চোরকে আটক করে থানায় আনতে চাইলে হঠাৎ পুলিশের ওপর হামলা করে গ্রামবাসী। এ ঘটনায় পুলিশ বাদি হয় মামলা করবে।

এইচটি/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh