logo
  • ঢাকা মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২০, ২৪ চৈত্র ১৪২৬

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে ৩ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছে ৩৫ জন, এ নিয়ে মোট মৃতের সংখ্যা ১২ মোট আক্রান্ত ১২৩, তবে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত কেউই সুস্থ হননি: আইইডিসিআর। ভারতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৩২, মৃতের সংখ্যা দাঁড়াল ১১৮ জনে, আক্রান্ত মোট ৪২৯৮: স্বাস্থ্য মন্ত্রণালয়। বিশ্বব্যাপী মৃত্যু ৬৯ হাজার ৪৫৬ জন এবং আক্রান্তের ১২ লাখ ৭৩ হাজার ৭০৯ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৬২ হাজার ৪৮২ জন। সবচেয়ে বেশি মৃত্যু ইতালিতে ১৫ হাজার ৮৮৭, আক্রান্ত এক লাখ ২৮ হাজার ৯৩৮ জন, দ্বিতীয় অবস্থানে স্পেন। এখন পর্যন্ত মৃত্যু ১২ হাজার ৬৪১ জনের এবং আক্রান্ত ১ লাখ ৩১ হাজার ৬৪৬ জন: ওয়ার্ল্ডমিটার।

বস্তির মালিক-নেতাদের তালিকা করা হবে: ইলিয়াস মোল্লা

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ১১ মার্চ ২০২০, ১৫:৪১
বস্তি মালিক-নেতা তালিকা ইলিয়াস মোল্লা
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বস্তি, ছবি: আরটিভি
রাজধানীর রূপনগর বস্তিতে আগুন লাগার ঘটনায় বস্তির মালিক কথিত নেতাদের তালিকা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস হোসেন মোল্লা।

আজ বুধবার দুপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের দেখতে এসে তিনি উপস্থিত সাংবাদিকদের একথা বলেন।

তিনি আরও বলেন, বস্তিতে প্রায় ১০ হাজার ঘরে ৪০ হাজার রুম ছিল। অধিকাংশ ঘরই আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। বস্তিতে একেক নেতার ২০ থেকে ৪০টা করে ঘর আছে। এসব নেতাদের তালিকা করা হবে।

অবৈধ গ্যাস-বিদ্যুৎ সংযোগের বিষয়ে তিনি বলেন, এখন এসব কথা বলছে তারা কারা? তারা এতোদিন কেন বলেনি? তাদের ধরা হবে। 

তিনি বলেন, ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত শেল্টার সেন্টার তৈরি করে তাদের থাকার ব্যবস্থা করা হবে। এজন্য যতোগুলো শেল্টার সেন্টার দরকার তা স্থাপন করা হবে। সেখানে আজ দুপুরে খাবার থেকে যতবেলা খাবার দরকার সব সরবরাহ করা হবে।

বস্তিবাসীর জন্য যতো ধরনের সহযোগিতা দরকার আমরা করবো। প্রশাসনের বাইরে আমাদের প্রত্যেক নেতাকর্মী বস্তিবাসীর পাশে থাকবে।
পি
 

corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ১২৩ ৩৩ ১২
বিশ্ব ১৩০৯৪৩৯ ২৭৩৫৪৬ ৭০৭৯৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দুর্ঘটনা এর সর্বশেষ
  • দুর্ঘটনা এর পাঠক প্রিয়