logo
  • ঢাকা বুধবার, ২১ আগস্ট ২০১৯, ৬ ভাদ্র ১৪২৬

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ছাত্রী নিহত

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ২৫ এপ্রিল ২০১৯, ১৭:৩৩ | আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ১৭:৫০
রাজধানীর কলেজগেটে সড়ক দুর্ঘটনায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম ফাহমিদা হক লাবণ্য (২১)। তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সিইসি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ শহিদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

bestelectronics
বৃহস্পতিবার দুপুরে তিনি রাইড শেয়ারিং মোটরসাইকেল চড়ে

বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন। সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে এলে পেছন থেকে একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন। পরে তাকে হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন মোটরসাইকেলের চালক সুমন।

শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম জানান, হৃদরোগ ইন্সটিটিউট থেকে ৯৯৯ এ ফোন দেয়া হলে ঘটনাস্থলে এসে দেখা যায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহমিদা হক লাবণ্য মারা গেছেন। তবে আহত মোটরসাইকেল চালক সুমন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এমসি/জেএইচ

bestelectronics bestelectronics
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়