DMCA.com Protection Status
  • ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০১৯, ৭ বৈশাখ ১৪২৬

ক্রসিংয়ের ওপর বিকল যাত্রীবাহী বাস, ট্রেনের ধাক্কায় নিহত ৫

ফেনী প্রতিনিধি
|  ২৮ নভেম্বর ২০১৮, ২০:১৫ | আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ০৯:০৪
ফেনীর শর্শদীতে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী একটি বাসের ৫ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। নিহতদের মরদেহ ফেনী সদর হাসপাতালে নেয়া হয়েছে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ ফেনীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফেনীর সহকারী পুলিশ সুপার (এএসপি) ঐক্য শিং আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে দুইজনের নাম নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন, মনসুর ও বাশার। 

তিনি বলেন, কৈখালী এলাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস শর্শদী রেলগেট পার হওয়ার সময় বিকল হয়ে রেলক্রসিংয়ে আটকা পরে। এসময় ময়মনসিংহগামী নাসিরাবাদ এক্সপ্রেস ধাক্কা দিলে বাসটি ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলে চার জন নিহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে আরও ১ জন মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। তিনি ব্যক্তিগত উদ্যোগে নিহতদের ৫০ হাজার টাকা করে দেবেন। এছাড়া ঘটনাস্থলে লে. জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী ছুটে যান। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালাচ্ছে।

এ দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রামের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

এমসি/জেএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়