• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

স্বর্ণের দাম আরেক দফা বাড়ানো হলো

আরটিভি নিউজ

  ২৩ জুলাই ২০২০, ২১:৫৩
gold, world,
ফাইল ছবি

বৈশ্বিক মহামারি করোনার প্রার্দুভাবের কারণে স্বর্ণের দামও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বুধবার বিশ্ব বাজারে স্বর্ণের রেকর্ড দাম বৃদ্ধির পর এবার দেশের বাজারেও বাড়ানো হলো মূল্যবান এই ধাতুটির।

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) প্রেস বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ার খবর গণমাধ্যমকে জানায়। এর আগে গত ২৩ জুন স্বর্ণের দাম বাড়ানো হয়।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৭২ হাজার ৭৮৩ টাকা। বৃহস্পতিবার পর্যন্ত এই মানের স্বর্ণের দাম ছিল ৬৯ হাজার ৮৬৭ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৬৯ হাজার ৬৩৪ টাকা। বর্তমানে বিক্রি হচ্ছে ৬৬ হাজার ৭০৮ টাকা।

একই ভাবে ১৮ ক্যারেটের দাম পড়বে ৬০ হাজার ৮৮৬ টাকা। বর্তমানে দাম রয়েছে ৫৭ হাজার ৯৭০ টাকা।

সনাতন পদ্ধতিতে প্রতি ভরির দাম ধরা হয়েছে ৫০ হাজার ৫৬৩ টাকা। বৃহস্পতিবার পর্যন্ত দাম রয়েছে ৪৭ হাজার ৬৪৭ টাকা।

আগামীকাল শুক্রবার থেকে বাজারে নতুন এ দাম কার্যকর হবে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টাইগারদের প্রস্তুতি ক্যাম্পে গণমাধ্যমের প্রবেশ নিষিদ্ধ
নর্থ সাউথের শিক্ষার্থীর মৃত্যু, ধারণা হিটস্ট্রোক
দাউদকান্দিতে গণমাধ্যম কর্মীদের সাথে সর্বজনীন পেনশন নিয়ে মতবিনিময়
ইরানে বিস্ফোরণ: মার্কিন গণমাধ্যম বলছে ইসরায়েল হামলা করেছে
X
Fresh