logo
  • ঢাকা শুক্রবার, ০৭ আগস্ট ২০২০, ২৩ শ্রাবণ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু ২৭ জন, আক্রান্ত ২৮৫১ জন, সুস্থ হয়েছেন ১৭৬০ জন: স্বাস্থ্য অধিদপ্তর

বংশালে গ্যাসলাইন বিস্ফোরণে শিশুর মৃত্যু

আরটিভি নিউজ
|  ২৩ জুলাই ২০২০, ১১:৪১
বংশালে গ্যাসলাইন বিস্ফোরণে শিশুর মৃত্যু
বংশাল
রাজধানীর বংশালের এক বাড়িতে গ্যাসলাইনের বিস্ফোরণে দেয়াল চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারের তিন সদস্যকে  আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। 

দগ্ধরা হলেন- মৃত মইনুলের বাবা জাবেদ হোসেন (৩০), মা শিউলি আক্তার (২৫) ও বড় বোন জান্নাতুল ইসলাম (৪)।

বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইদ্রিস আলী জানান, সকালে কসাইটুলীতে সড়কের পাশের গ্যাসলাইন বিস্ফোরণ হয়। এতে একটি বাসার আংশিক দেয়াল ধসে পড়ে এবং একই পরিবারের চারজন দগ্ধ হন। এসময় ঘটনাস্থলেই শিশু মইনুলের মৃত্যু হয়।  

তিনি আরও জানান, বুধবার (২২ জুলাই) সড়কে গ্যাসলাইন মেরামত করা হয়। সেখানে কেউ হয়তো সিগারেট খেয়ে ফেলেছে। এ কারণে গ্যাসলাইন বিস্ফোরণ ঘটেছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, দগ্ধ তিনজনকে ভর্তি করা হয়েছে। তাদের সবার অবস্থাই গুরুতর।

এসএস

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ২৫২৫০২ ১৪৫৫৮৪ ৩৩৩৩
বিশ্ব ১৯২৮১৯২৮ ১২৩৭৭১৩৩ ৭১৮০৬১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বাংলাদেশ এর সর্বশেষ
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়