• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বংশালে গ্যাসলাইন বিস্ফোরণে শিশুর মৃত্যু

আরটিভি নিউজ

  ২৩ জুলাই ২০২০, ১১:৪১
বংশালে গ্যাসলাইন বিস্ফোরণে শিশুর মৃত্যু
বংশাল

রাজধানীর বংশালের এক বাড়িতে গ্যাসলাইনের বিস্ফোরণে দেয়াল চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারের তিন সদস্যকে আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মৃত মইনুলের বাবা জাবেদ হোসেন (৩০), মা শিউলি আক্তার (২৫) ও বড় বোন জান্নাতুল ইসলাম (৪)।

বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইদ্রিস আলী জানান, সকালে কসাইটুলীতে সড়কের পাশের গ্যাসলাইন বিস্ফোরণ হয়। এতে একটি বাসার আংশিক দেয়াল ধসে পড়ে এবং একই পরিবারের চারজন দগ্ধ হন। এসময় ঘটনাস্থলেই শিশু মইনুলের মৃত্যু হয়।

তিনি আরও জানান, বুধবার (২২ জুলাই) সড়কে গ্যাসলাইন মেরামত করা হয়। সেখানে কেউ হয়তো সিগারেট খেয়ে ফেলেছে। এ কারণে গ্যাসলাইন বিস্ফোরণ ঘটেছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, দগ্ধ তিনজনকে ভর্তি করা হয়েছে। তাদের সবার অবস্থাই গুরুতর।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের পাটনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬
তিতাসের এমডির বাসার সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
ফিলিস্তিনের পতাকা দেখেই গেলেন লাথি মারতে, সঙ্গে সঙ্গে বিস্ফোরণ
ইরানে বিস্ফোরণ: মার্কিন গণমাধ্যম বলছে ইসরায়েল হামলা করেছে
X
Fresh