• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

পাপুলের স্ত্রী ও শ্যালিকাকে দুদকে জিজ্ঞাসাবাদ

আরটিভি নিউজ

  ২২ জুলাই ২০২০, ১৭:৫৩
Selina Islam
সেলিনা ইসলাম

মানব ও মুদ্রা পাচারের অভিযোগে কুয়েতের কারাগারে বন্দী সংসদ সদস্য মো. শহিদ ইসলাম পাপুলের স্ত্রী সংরক্ষিত নারী আসনের সাংসদ সেলিনা ইসলাম ও তার বোন জেসমিন প্রধানকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার (২২ জুলাই) দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দীন তাদের জিজ্ঞাসাবাদ করেন। গত ১২ জুলাই তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে নোটিশ দিয়েছিলেন অনুসন্ধান কর্মকর্তা সালাহউদ্দীন। আজ সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদ শেষে সাংসদ সেলিনা ইসলাম সাংবাদিকদের বলেন, দুদক আসতে বলেছিল। আমরা আমাদের বক্তব্য দিয়েছি। গণমাধ্যমে যেসব বিষয় আসছে, সেগুলোর কোনও সত্যতা নেই। অথচ সাংসদ শহিদ ইসলাম দেশে রেমিট্যান্সে বড় অবদান রেখেছেন। অনেক শ্রমিক বিদেশে কাজ করছেন। সেগুলো গণমাধ্যমে আসছে না।

সেলিনা ইসলাম আরও বলেন, তার স্বামী সাংসদ শহিদ ইসলামের বিরুদ্ধে যেসব দুর্নীতির অভিযোগ করা হচ্ছে তা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ। তিনি আশা প্রকাশ করেন, আইনের মাধ্যমে তার স্বামী মুক্ত হয়ে দেশে ফিরে আসবেন।

সাংসদ শহিদ কুয়েতে আটক হওয়ার পর তার স্ত্রী, কন্যা ও শ্যালিকার দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা দেয় দুদক।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আত্মসমর্পণ করে কারাগারে সাবেক এমপি মান্নান
৩ মাসের মধ্যে সালাম মুর্শেদীকে গুলশানের বাড়ি ছাড়ার নির্দেশ
সালাম মুর্শেদীর গুলশানের বাড়ি নিয়ে রায় পিছিয়ে মঙ্গলবার
মক্কায় ফেরদৌসকে ঘিরে সেলফি তোলার হিড়িক
X
Fresh