• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

পরীক্ষায় ভালো নম্বর পেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়: জাহিদ মালেক

আরটিভি নিউজ

  ২২ জুলাই ২০২০, ১৭:১০
health minister zahid malek
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

আমরা পাঁচ মাস ধরে দেশের কোভিড রোগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছি। আমাদের এখন মৃত্যুর হার পৃথিবীর মধ্যে ঘনবসতি যেসব দেশ আছে, তারমধ্যে সবচেয়ে কম; মাত্র এক দশমিক ২৬ শতাংশ। মৃত্যুর হার কম থাকার পরীক্ষায় স্বাস্থ্য মন্ত্রণালয় ভালো নম্বর পেয়েছে। এমন দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার (২২ জুলাই) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করে বসেন।

জাহিদ মালেক বলেন, ভালো সংবাদ হলো যে আমাদের হাসপাতালের বেডে রোগীর সংখ্যা, বিশেষ করে ঢাকা শহরে অর্ধেকে নেমে গেছে। ঢাকা শহরের হাসপাতালে তিন হাজারের অধিক বেড খালি আছে। আমরা আরও দুই হাজার ডাক্তার, তিন হাজার টেকনেশিয়ান নিয়োগের কাজ করছি।

জাহিদ মালেক বলেন, আমাদের স্বাস্থ্যব্যবস্থা যাতে আরও ভালো হয় এবং আরও ভালোভাবে কাজ করতে পারে, সেজন্য টেকনিক্যাল কমিটি বিভিন্ন দিক দেখবে এবং পরামর্শ ও কিছু কিছু নিয়ন্ত্রণও তারা করবে। সেটা অলরেডি আমরা গঠন করেছি। আমরা চাই এখানে সুষ্ঠু পরিচালনা হোক, মানুষ সেবা পাক।

আরও পড়ুন : সর্বোচ্চ পর্যায়ে আলোচনা করে ডিজি নিয়োগ হবে: স্বাস্থ্যমন্ত্রী

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অ্যানেস্থেসিয়ার ওষুধ বদলানোর নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের
মালয়েশিয়ায় ৩ বাংলাদেশি নিহত
হার্টের রিংয়ের দাম বাড়বে না 
অবৈধ হাসপাতাল-ক্লিনিকের বিষয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
X
Fresh