• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে ব্যবসায়ীদের সহযোগিতা চান তাপস

আরটিভি নিউজ

  ১৪ জুলাই ২০২০, ১৮:৩১
Barrister Sheikh Fazle Nur Taposh
ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস

বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনে ব্যবসায়িক নেতৃবৃন্দের আন্তরিক সহযোগিতা চেয়েছেন। আপনাদের সহযোগিতাই পারে এই নগরীকে আরো সুন্দর করতে।

বললেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

মঙ্গলবার (১৪ জুলাই) নগর ভবনে বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রফতানিকারক অ্যাসোসিয়েশনের (বিপিজিএমইএ) নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, আপনাদের সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান বিশেষত মার্কেট ও দোকানের ময়লা-আবর্জনা দিনের বেলায় উন্মুক্ত স্থানে বা রাস্তার উপর আর ফেলবেন না। সারাদিনের ময়লা-আবর্জনা সংরক্ষণ করে সন্ধ্যা ৬টার পর হতে রাত ১০টার মধ্যে তা আমাদের সংগ্রহকারীর কাছে হস্তান্তর করবেন। বাকি ব্যবস্থাপনা আমরা সিটি করপোরেশনের মাধ্যমে সম্পন্ন করবো। আপনাদের এটুকু সহযোগিতা বর্জ্য ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় দাহ্য পদার্থ সংশ্লিষ্ট নয় এমন ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ট্রেড লাইসেন্স প্রদানের অনুরোধ জানালে বিপিজিএমইএ নেতৃবৃন্দকে আশ্বস্ত করে মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, খতিয়ে দেখে প্রযোজ্য ক্ষেত্রে সহযোগিতা করা হবে।

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরি, এসএসসি পাসেই আবেদন
শপথ গ্রহণের পর যে প্রতিশ্রুতি দিলেন ফেরদৌস
X
Fresh