• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

লাজ ফার্মার সাতজনকে ২৯ লাখ টাকা জরিমানা, ৫০ লাখ টাকার ওষুধ জব্দ

আরটিভি নিউজ

  ১৩ জুলাই ২০২০, ২১:১০
Laj Pharma fined seven people Tk 29 lakh and seized drugs worth Tk 50 lakh
ছবি সংগৃহীত

অননুমোদিত ওষুধ ও ইনজেকশন মজুদ রাখার দায়ে লাজ ফার্মার কাকরাইল শাখার সাতজনকে ২৯ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাব-৩ এর ভ্রাম্যমাণ আদালত। এছাড়া অভিযানে ৫০ লাখ টাকার ওষুধ ও ইনজেকশন জব্দ করা হয়।

আজ সোমবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৩টায় শুরু হয় এই অভিযান। শেষ হয় সন্ধ্যায়। অভিযানের নেতৃত্ব দেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন, লাজফার্মায় ৭৬ ধরনের আমদানি নিষিদ্ধ ও অননুমোদিত ওষুধ পাওয়া গেছে। আনুমানিক ৫০ লাখ টাকা মূল্যের অননুমোদিত ও আমদানি নিষিদ্ধ ওষুধ-ইনজেকশন প্রতিষ্ঠানটি মজুদ করে। আমরা সবগুলো জব্দ করেছি।

তিনি বলেন, অনিয়মের কারণে প্রতিষ্ঠানের কাকরাইল শাখার ম্যানেজার রতন কুমার মণ্ডলসহ পাঁচজনকে পাঁচ লাখ করে এবং দুজনকে দুই লাখ টাকা করে মোট ২৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়।

তিনি জানান, অভিযানে লাজ ফার্মায় মেয়াদোত্তীর্ণ ওষুধের বাক্সে ঘষামাজা করে তারিখ পরিবর্তনের প্রমাণও পাওয়া গেছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৪৬তম বিসিএসের প্রিলির জন্য ১০৬ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
অভিযানের খবরে ভবনের সব রেস্টুরেন্ট বন্ধ, কেয়ারি ক্রিসেন্ট সিলগালা
লোহাগড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
নির্বাচন পেছানোর এখতিয়ার কমিশনের নেই : সিইসি
X
Fresh