• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

গায়িকা যখন প্রচ্ছদশিল্পী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:০৪

জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা। এবারের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত ছোট গল্পের একটি বইয়ের প্রচ্ছদ এঁকেছেন তিনি। তরুণ লেখক মুহাম্মদ আসাদুল্লাহর লেখা ওই বইটির নাম 'অতঃপর বুঝলাম তুমি কত পর'।

শুধু প্রচ্ছদশিল্পী না, বইমেলায় কনকচাঁপা আছেন লেখক হিসেবেও। তার কবিতার বই 'মুখোমুখি যোদ্ধা' প্রকাশিত হয়েছে বইমেলায়।

বইয়ের পাশাপাশি কনকচাঁপার স্বরচিত আবৃত্তির সিডি একসঙ্গে পাওয়া যাচ্ছে। আবৃত্তির আবহসঙ্গীত করেছেন মইনুল ইসলাম খান। গেলো ১৭ ফেব্রুয়ারি পাঞ্জেরী পাবলিকেশন্স থেকে প্রকাশিত হয়েছে এটি। .

এর আগে ২০১০ সালের অমর একুশে বইমেলায় 'স্থবির যাযাবর', ২০১২ সালে 'মুখোমুখি যোদ্ধা' ও ২০১৬ সালে 'মেঘের ডানায় চড়ে' নামে তিনটি বই প্রকাশ করেছেন তিনি।

এইচএম

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh