• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

পাপুলের স্ত্রী ও শ্যালিকাকেও জিজ্ঞাসাবাদ করবে দুদক

আরটিভি নিউজ

  ১২ জুলাই ২০২০, ১৯:৪৮
Kazi Shahidul Islam Papul, investigation, corruption, interrogation, wife, sister-in-law
কাজী শহীদুল ইসলাম পাপুল ও সেলিনা ইসলাম। ফাইল ছবি।

অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে কুয়েতে গ্রেপ্তার লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহীদুল ইসলাম পাপুলের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরই ধারাবাহিকতায় তার স্ত্রী সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম ও স্ত্রীর বোন জেসমিনকে জিজ্ঞাসাবাদ করবে দুদক।

রোববার (১২ জুলাই) দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দীন স্বাক্ষরিত এই সংক্রান্ত নোটিশ দেয়া হয়েছে। তলবি নোটিশে, আাগামি ২২ জুলাই সেগুনবাগিচাস্থ দুদক কার্যালয়ে তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

উল্লেখ্য, মানব ও মুদ্রা পাচারের অভিযোগে গেল ৬ জুন কুয়েতে আটক হন শহিদ ইসলাম পাপুল। গত বৃহস্পতিবার তাকে কুয়েতের কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। দেশটির অ্যাটর্নি জেনারেল ধারার আল-আসাউয়ি তাকে ঘুষ দেওয়া, মানব ও অবৈধ মুদ্রাপাচার এবং রেসিডেন্ট পারমিট বিক্রির অভিযোগে ২১ দিন কারাগারে রাখার নির্দেশ দিয়েছেন।

জিএ / এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পর্যটকদের মারধর, এএসপি বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
দুর্নীতি আছে, তবে বিএনপির মুখে এ অভিযোগ মানায় না : হানিফ
সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় তদন্ত কমিটি 
গাজায় ১৯৬ ত্রাণকর্মী নিহতের তদন্ত চায় জাতিসংঘ
X
Fresh