• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কমিটির সুপারিশ উপেক্ষা করে ডিএনসিসিতে পশুর তিন হাট (ভিডিও)

আরটিভি নিউজ

  ১১ জুলাই ২০২০, ১৯:০৩

করোনা সংক্রমণ রোধে রাজধানীতে পশুরহাট না বসানোর জাতীয় কারিগরি কমিটির সুপারিশ উপেক্ষা করে রাজধানী ঢাকার উত্তর সিটিতে তিনটি হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ডিজিটল হাট উদ্বোধনী অনুষ্ঠানে উত্তরের মেয়র এ কথা জানান। তিনি বলেন, এবার অনলাইনে পশু কেনার ক্ষেত্রে হাসিল দিতে হবে না।

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় এবার ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে পশুর হাট না বসানোর সুপারিশ করে জাতীয় কারিগরি কমিটি। সুপারিশে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রাম মহানগরে হাট না বসানোর পরামর্শ দেয়া হয়।
এ ব্যাপারে ডা. এ বি এম আবদুল্লাহ্ বলেন, পশুর হাটে স্বাস্থ্যবিধি রক্ষা করতে না পারলে তা ঝুঁকির কারণ হবে।

তবে এই সুপারিশ আমলে না নিয়ে রাজধানীর বসিলা, উত্তরা ও বনানীতে পশুর হাট বসাতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে ডিজিটাল পশুরহাট উদ্বোধন করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, অনলাইনে কেনাবেচা পশুরহাটে নতুন মাত্রা যোগ করবে।

এবার ঈদ উপলক্ষে পশু আমদানি করা হবে না বলে জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

ডিজিটাল হাট থেকে প্রথম কোরবানির পশু কেনেন স্থানীয় সরকার মন্ত্রী। এটুআই ও ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর সহযোগিতায় ই-হাটের কার্যক্রম পরিচালিত হবে।
পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাড়ছে করোনা সংক্রমণ, দেড় মাসে ১১ মৃত্যু
এইচএসসি পরীক্ষা যে সময়ে হতে পারে
ফের করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী, চার দফা ব্যবস্থা নেওয়ার পরামর্শ
X
Fresh