• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

দেশে করোনায় মৃতদের মধ্যে ১৮২৪ জন পুরুষ, নারী ৪৮১ জন 

আরটিভি নিউজ

  ১১ জুলাই ২০২০, ১৪:৫২
Coronavirus
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। ফাইল ছবি।

করোনাভাইরাস নিয়ে বাংলাদেশে উদ্বেগ কমছে না। দেশে এখন পর্যন্ত করোনায় মোট ১৮২৪ জন পুরুষ মারা গেছেন, নারী মারা গেছেন ৪৮১ জন। শনাক্ত বিবেচনায় ৭৯ দশমিক ১৩ শতাংশ পুরুষ, ২০ দশমিক ৮৭ শতাংশ নারী মারা গেছেন।

শনিবার (১১ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুই হাজার ৬৮৬ জন। দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৮১ হাজার ১২৯ জনে। একদিনে শনাক্তের হার ২৪ দশমিক ০০ শতাংশ। মোট শনাক্তের হার ১৯ দশমিক ৪৯ শতাংশ। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে আরও ৩০ জন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৩০৫ জনে। এদিকে আরও এক হাজার ৬২৮ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ৮৮ হাজার ৩৪ জন সুস্থ হলেন। সুস্থতার হার ৪৮ দশমিক ৬০ শতাংশ। মৃতের হার ১ দশমিক ২৭ শতাংশ।

গেল ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ২৫, নারী ৫ জন।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও গত ক’দিনে সংখ্যা লাফিয়ে বাড়ছে। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

জিএ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় পতাকার নকশাকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে আর ফিরল না সোহান
পঞ্চগড়ে গাছের ডালের আঘাতে শ্রমিকের মৃত্যু
নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
X
Fresh