• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

মিডফোর্ডে অভিযান, নকল ওষুধ ও ডায়াবেটিস টেস্টিং জব্দ

আরটিভি নিউজ

  ০৯ জুলাই ২০২০, ২০:০৭
diabetes testing kits
অভিযান পরিচালনার দৃশ্য। ছবি সংগৃহীত।

রাজধানীর মিডফোর্ড এলাকায় নকল ও ভেজাল ওষুধের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে মিডফোর্ড সরদার মার্কেটে এই অভিযান পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, মিডফোর্ডে নকল ওষুধ বিক্রি হচ্ছে। ওই তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা হচ্ছে। এখন পর্যন্ত অভিযানকালে নকল সেকলো, নকল ডায়াবেটিস টেস্টিং কিট জব্দ করা হয়েছে। পাশাপাশি মিডফোর্ড এলাকার নকল হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড রাবের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। অভিযান শেষে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

জিএ / এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh