• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশের সঙ্গে ফ্লাইট চলাচলে ইতালির নিষেধাজ্ঞা

আরটিভি নিউজ

  ০৭ জুলাই ২০২০, ২০:৫৪
Italy bans flights with Bangladesh
ছবি: সংগৃহীত

ঢাকা থেকে যাওয়া অভিবাসীদের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ায় বাংলাদেশের সঙ্গে এক সপ্তাহের জন্য ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে ইতালি।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ থেকে রোমে পৌঁছানো সর্বশেষ ফ্লাইটে ‘উল্লেখযোগ্য সংখ্যক’ করোনা আক্রান্ত রোগী পাওয়ার পরে ইতালির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরাঞ্জা ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছেন।

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারির দিকে ইতালিতে ব্যাপকভাবে করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়লেও বাংলাদেশে তখনও করোনা আক্রান্ত কোনও রোগী পাওয়া যায়নি। ওই সময় ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা দেশে ফিরতে শুরু করেন।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথমবারের মতো তিনজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার ঘোষণা আসার পরও ইতালিতে করোনায় মৃত্যুর মিছিল ছিল। তবে বর্তমানে ইতালি অতি সংক্রামক এ রোগের বিস্তারে লাগাম পরাতে পারলেও বাংলাদেশ ধুঁকছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুসারে, ইতালিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৮ জনের।

ইউরোপের দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ২ লাখ ৪১ হাজার ৮১৯ জন এবং মোট মৃত্যু ৩৪ হাজার ৮৬৯ জন। খবর ইউএনবি ।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh