• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

করোনার টেস্ট না করেই রিপোর্ট দিতো রিজেন্ট হাসপাতাল (ভিডিও)

আরটিভি নিউজ

  ০৬ জুলাই ২০২০, ২০:২৭

করোনা পরীক্ষায় ভুয়া রিপোর্ট, অস্বাভাবিক চিকিৎসা বিলসহ নানা অনিয়মে অভিযোগে রাজধানীর রিজেন্ট হাসপাতালে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে র‌্যাব।

আজ সোমবার (৬ জুলাই) বিকেলে হাসপাতালটির উত্তরা ও মিরপুর শাখায় একযোগে অভিযান চালিয়ে নানা অসঙ্গতি পাওয়া যায়।

অভিযান শেষে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম বলেন, প্রতারণা করে তিন কোটি টাকার বেশী অর্থ হাতিয়ে নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

জানা যায়, লাইসেন্সের মেয়াদ ফুরিয়েছে ৬ বছর আগেই। তারপরও খোদ রাজধানীর বুকে উত্তরা ও মিরপুরের দুটি শাখায় করোনা চিকিৎসা দিয়ে আসছে রিজেন্ট হাসপাতাল। সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরও রিজেন্টকে কোভিড হাসপাতাল হিসেবে অনুমোদন দেয়। পরে করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট, মনগড়া বিলসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে।

সারোয়ার আলম জানান, করোনার টেস্ট না করেই রিপোর্ট দিতো রিজেন্ট হাসপাতাল। অভিযানে অসংখ্য ভুয়া রিপোর্টের কাগজ, বিলসহ নানা অনুষঙ্গ জব্দ করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। এছাড়াও প্রতিষ্ঠানের চেয়ারম্যানসহ যারা এ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

তবে এই হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের দাবি, এসবের কিছুই জানতেন না তারা।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মুগদা সড়কে উচ্ছেদ অভিযান স্থগিত করলেন হাইকোর্ট
স্বাস্থ্য অধিদপ্তরের ৪ নির্দেশনা
বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে কুকি-চিনের সদস্য নিহত
নওগাঁয় ৩ ক্লিনিকে অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা
X
Fresh